উপসাগরীয় প্রথম কোন দেশে হিসেবে সংযুক্ত আরব আমিরাতের সাথে চালু হতে যাচ্ছে ইসরায়েলি বিমান সংস্থার প্রথম সরাসরি ফ্লাইট। গত ১৩ আগস্ট মার্কিন মধ্যস্ততায় ঐতিহাসিক শান্তিচুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের ঐতিহাসিক শান্তিচুক্তির পর দেশটিতে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে ইসরায়েল। আগামী সপ্তাহেই দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘এল-আল’ প্রথম ফ্লাইটটি পরিচালনা করতে যাচ্ছে।
২৫ আগস্ট, মঙ্গলবার সংবাদ মাধ্যম আল আরাবিয়ার মাধ্যমে জানা যায় যে, মার্কিন কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছে এবং প্রথম ওই ফ্লাইটে থাকছেন মার্কিন ও ইসরায়েলি প্রতিনিধিরা। ওই বিমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা এবং জামাতা জেরাড কুশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন থাকবেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি প্রতিনিধি দলে বিমান, মহাকাশ, স্বাস্থ্য ও ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা থাকবেন।