প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো দল উপজেলা ভোটে আসলো কি না, সেটি বড় কথা নয়। তবে একাধিক প্রার্থী থাকায় ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। উপজেলা ভোটকে সুষ্ঠু করতে প্রার্থীদের সহযোগিতা চায় সিইসি।
মঙ্গলবার (৭ মে) আগারগাঁও বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে সিইসি বলেন, উপজেলা ভোট নিয়ম নয়, গণতন্ত্র রক্ষার জন্য। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের ভোটের চেয়ে স্থানীয় পর্যায়ের উপজেলা ভোট অংশগ্রহণমূলক হচ্ছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন সিইসি।
ভোট একপেশে নাকি প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে- এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, কোনো দল আসলো কি না আসলো, সেটা বিবেচ্য নয়। মূল কথা হলো বহু প্রার্থীর অংশগ্রহণ।
সারাদেশে চার ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামীকাল বুধবার (৮ মে) ভোট হবে ১শ’ ৪০ উপজেলায়। মোট প্রার্থী প্রায় ১ হাজার ৬শ ৩৪ জন। ভোটার ৩ কোটি ১৫ লাখ। ভোট সুষ্ঠু করতে সব আয়োজন শেষ করেছে ইসি।
প্রথম ধাপে ৫টি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এ ধাপে ৫৯টি জেলার ২২টি উপজেলায় ভোট হবে ইভিএম-এ, বাকিগুলোতে ব্যালটে ভোট দেবেন ভোটাররা।