ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সংসদ সদস্য এ্যাড. মো. আবু জাহিরকে সিএমএইচ আনা হয়েছে।

স্টাফ রি‌পোর্টার।
অক্টোবর ২৮, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহিরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।

সামরিক হেলিকপ্টারে করোনাভাইরাসে আক্রান্ত এই সংসদ সদস্যকে আনা হয়।

আজ বুধবার সকাল সোয়া ১০টায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ থেকে তাকে নিয়ে রওয়ানা হয় ওই হেলিকপ্টার।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলিকপ্টারে থাকা ডা. মেজর মেহেরুনের তত্বাবধানে একটি মেডিক্যাল টিম তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

গত ২৫ অক্টোবর এমপি আবু জাহিরের নমুনা পরীক্ষার জন্য দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে দীর্ঘ ৮ মাস ধরে এমপি আবুজাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। করোনায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়া মানুষদের বাড়ি বাড়ি সরকারি ও নিজের পক্ষ থেকে সহায়তাও পৌঁছে দিয়েছেন।

এদিকে, এমপি আবু জাহির করোনা ভাইরাসে আক্রান্ত খবর প্রচার হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার লোকজন তার জন্য দোয়া কামনা করছেন। মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার আশু রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।