বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক সরকারের উদ্দেশ্য বলেন,
“সময় থাকতে পদত্যাগ করুন। বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা নদী পার হতে পারবেন না। এক দফা দাবি মানতেই হবে।
বুলি উড়িয়ে বিএনপিকে গালি দিয়ে, বিদেশিদের গালি দিয়ে লাভ নেই। পালানোর পথ পাবেন না।”
গতকাল বিকেল ৫টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোররায় রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে
সড়কে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিগত ১৪ সালে আমরা মিছিল করি, বোমা ফাটায় আওয়ামী লীগ।
বাসে আগুন দেয় স্বেচ্ছাসেবক লীগ। এবার আর তা হবে না। নির্বাচন নির্বাচন খেলা আর খেলতে দেওয়া হবে না।
আগামী নির্বাচনের আগে বিএনপির এক দফা দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
যে সরকার বলে আমরা মুক্তিযুদ্ধের সরকার, দিনের ভোট রাতে করি না।
আমরা গণতন্ত্রের সরকার, মৃত ব্যক্তির ভোটে জয়ী হয়নি সে সরকারের নাম ভোট চোর সরকার।
বেগম খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে উল্লেখ করে এই বিএনপি নেতা আরো বলেন,
বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না সরকার। অথচ তিনি কোন দুর্নীতি করেননি।
আগামীতে বতর্মান সরকারের এক পয়সারও হিসাব নেওয়া হবে উল্লেখ করে জয়নাল আবেদীন ফারুক বলেন, আন্দোলনের ব্যাপারে বিএনপি কৌশলী।
কেউ কেউ আন্দোলন নিয়ে হতাশ হতে পারেন, কিন্তু হতাশার কিছু নেই। বিএনপি এবার সফল হবেই।
তবে যে সব বিএনপি নেতা মুক্তির মিছিলে অংশ নেন না, শুধু এমপি হতে আসেন এমন নেতার দরকার নেই।
যারা গ্রেফতার, হামলা মাথায় নিয়ে খালেদা জিয়ার মুক্তির চলমান আন্দোলনে অংশ নিবে দল তাদের মনে রাখবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এক দফা দাবিতে দেশের জেগে উঠেছে।
এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
অবিলম্বে কঠোর আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন নিশ্চিত করা হবে।
বিএনপি ঘোষিত এক দফা, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
ময়মনসিংহ মহানগর বিএনপি এই গণমিছিলের আয়োজন করে।
এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন
বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী
মামুন ও শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহাবুবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু প্রমুখ।