ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সরকার ক্ষমতা ধরে রাখতে প্রশাসনে ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের বিভিন্ন পদে চাকরি দিয়েছে: ভিপি নুরু।

অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সরকার ক্ষমতা ধরে রাখতে প্রশাসনে ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের বিভিন্ন পদে চাকরি দিয়েছে বলে
অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক।
তিনি বলেন, প্রশাসনের এই ব্যক্তিদের কাজ বিরোধী মত দমন করা। তাঁদের দিয়ে সরকার রাজনৈতিক বক্তব্যও দেওয়াচ্ছে।

গতকাল শুক্রবার বিকেলে পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে সমাবেশে নুরুল হক এসব কথা বলেন।
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে এই মিছিলের আয়োজন করে গণ অধিকার পরিষদ (নুরুল-রাশেদ)।

নুরুল হক বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবি মানছে না।
সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের হামলা-মামলা দিয়ে সরকার ক্ষমতায় থাকতে চাইছে।
সরকার একগুঁয়েমি করে নির্বাচন করলে নিষেধাজ্ঞার কালো মেঘ তাদের ঢেকে দেবে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, সরকার ক্ষমতায় থাকতে বেপরোয়া আচরণ শুরু করেছে।
সন্তানের লেখার জন্য মাকে জঙ্গি বানানোর নাটক করছে।
যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারতকে ভুল বোঝাতে জঙ্গি নাটক সাজাচ্ছে।
সরকার ভারতের সহযোগিতায় ব্রিকসে ঢুকতে হোঁচট খেয়েছে, আগামী নির্বাচনেও তারা হোঁচট খাবে।

গণ অধিকার পরিষদের কালো পতাকা মিছিল দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর
পানির ট্যাংকি, পল্টন মোড়, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড় হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

‘সরকারের পতন সময়ের ব্যাপার’
গণ অধিকার পরিষদের (রেজা-ফারুক) আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, সরকারের পতন এখন সময়ের ব্যাপার।
সরকারের চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার। গণতান্ত্রিক বিশ্বে সরকারের কোনো বন্ধু নেই। সব দরজা বন্ধ।

জাতীয় প্রেসক্লাবের সামনে কালো পতাকা মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে রেজা কিবরিয়া এসব কথা বলেন।
সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক মিয়া মসিউজ্জামান, সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ খান, তারেক রহমান প্রমুখ।

সূত্র: প্রথম আলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।