ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সরিয়ে দেওয়া হল রাজধানীর পল্লবী থানায় শীর্ষ পুলিশ কর্মকর্তাদের !

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২০ ৩:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

বোমা বিস্ফোরণের কয়েক দিনের মাথায় পুলিশের মিরপুর বিভাগের শীর্ষ কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে পল্লবী থানার শীর্ষ তিন কর্মকর্তাকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. মোস্তাক আহমেদকে প্রটেকশন বিভাগে, অতিরিক্ত ‍উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে অপারেশনস বিভাগে এবং সহকারী কমিশনার মো. ফিরোজ কাউছারকে মহানগর পুলিশের ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগে বদলি করা হয়েছে।
পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলামকেও প্রসিকিউশন বিভাগে পাঠানো হয়েছে। আর পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল মাবুদকে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগে এবং পরিদর্শক (অপারেশন) মো. এমরানুল ইসলামকে গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগে পাঠানো হয়েছে।
শনিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এই কর্মকর্তাদের বদলির কথা জানানো হয়।
গত ২৯ জুলাই অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পল্লবী থানায় নিয়ে যাওয়ার পর তাদের সঙ্গে জব্দ করা একটি ওজনযন্ত্রে লুকানো বোমা বিস্ফোরণে এক পুলিশ পরিদর্শকসহ পাঁচজন আহত হয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।