ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সাংসদ নিক্সন বিরুদ্ধে আচরনবি‌ধি লংঘ‌নের অপরা‌ধে ইসির মামলা।

স্টাফ রি‌পোর্টার।
অক্টোবর ১৫, ২০২০ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সাংসদ নিক্সন বিরুদ্ধে আচরনবি‌ধি লংঘ‌নের অপরা‌ধে ইসির মামলা।

ভোটের মাঠে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালি ও হুমকি দেওয়ার অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এ মামলা দায়ের করা হয়। এর আগে বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা মামলা দায়ের করার সিদ্ধান্তের কথা জানান।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠে এ সাংসদের বিরুদ্ধে।

এরপরই সিইসি এ সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মঙ্গলবার। নূরুল হুদা বলেছিলেন, এখন আমরা দেখি, যদি মামলা করার বিধান থাকে মামলাই করবো। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি।

এর আগে সাংসদ নিক্সন চৌধুরী সাংবা‌দিক স‌ম্মেল‌নে ব‌লে‌ছেন, তার বিরু‌দ্ধে সামা‌জিক মাধ্য‌মে ভাইরাল হওয়া অ‌ডিও এডিট করা হ‌য়ে‌ছে এবং য‌দি তার বিরু‌দ্ধে মামলা হয় তাহ‌লে ডি‌সির বিরু‌দ্ধে মামলা হবে ব‌লেও সাংসদ নিক্সন চৌধুরী সাংবা‌দিক স‌ম্মেল‌নে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।