ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সাংসদ হাজী সেলিমের দখলে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের জমি উদ্ধার।

স্টাফ রি‌পোর্টার।
অক্টোবর ২৭, ২০২০ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

চল‌তি বছ‌রের মে মা‌সে পু‌রোনা ঢাকার মৌল‌ভি বাজার এলাকায় অগ্রণী ব্যাং‌কের এক‌টি পুরাতন ভবন ভে‌ঙ্গে গু‌ড়ি‌য়ে দি‌য়ে জায়গা‌টির অ‌বৈধ দখল নেন সংসদ সদস্য হাজী সে‌লিম। প্রায় ১৪ শতক জায়গার উপর স্বাধীনতার পর নি‌র্মিত দোতলা ভবন‌টি ভে‌ঙ্গে ফে‌লেন সাংসদ হাজী সে‌লিম এবং নি‌জেই সীমানা প্রাচীর নির্মান ক‌রেন।

গত মে মাসে দখল হলেও এতদিন নিশ্চুপ থে‌কে অগ্রণী ব্যাংক সোমবার (২৬ অক্টোবর) আইন শৃংখলা রক্ষা বাহিনীর কোন সহায়তা ছাড়াই ব্যাংকের কর্মকর্তারা হাজী সেলিমের দেওয়া সীমানা প্রাচীর ভেঙে ব্যাংকের জমি বুঝে নিয়েছেন। আর এভা‌বেই উদ্ধার হয় পুরান ঢাকার মৌলভীবাজার এলাকায় স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমের দখলে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের জমি।

উ‌ল্লেখ্য যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমের বিরুদ্ধে নৌবাহিনী অফিসারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে মামলা হয়েছে। এর প‌রি‌প্রে‌ক্ষি‌তে সোমবার দুপু‌রে হাজী সে‌লি‌মের চকবাজারস্থ আট তলা ভবন হ‌তে গ্রেফতার করা হয় সাংসদ হাজী সে‌লি‌মের দ্বিতীয় পুত্র এরফান সে‌লিম‌কে। এ সময় র‌্যাবের ভাম্যমান আদালত ভবন‌টি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে এক‌টি অস্ত্র, এক‌টি দোনলা বন্দুক, ড্রোন, বিপুল প‌রিমান ইলেট্র‌নিক্স ডিভাইস, ওয়া‌কিট‌কি, বি‌দেশী মদ, বিয়ার জব্দ ক‌রেন। ভাম্যমান আদালত তাৎক্ষ‌নিক অ‌বৈধ ডিভাইস ও মাদক রাখা এবং সেব‌নের অপরা‌ধে ১ বছ‌রের কারাদন্ড প্রদান ক‌রেন।

সেখানে উপস্থিত ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মৌলভীবাজার এলাকায় ১৪ শতাংশ জমির উপর একটি দুইতলা ভবন ছিল। স্বাধীনতার পর নির্মিত ভবনটি অনেক পুরাতন হওয়া কিছু দিন আগে নতুন ভবনে শাখা স্থানান্তর করা হয়েছে।

ব্যাংকের এক কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ঘোষণার পর ব্যাংকের শাখাটিও বন্ধ ছিল। এখানে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ভোল্ট পাহারা দিতে ভেতরে অবস্থান করে। সেই সুযোগে চলতি বছরের মে মাসে আমাদের পুরোনো ভবনটি গুড়িয়ে দিয়ে দখলে নেয় হাজী সেলিম। আজ আমরা সীমানা প্রাচীরের গেটের তালা ভেঙে তা দখলে নিয়েছি। পুরাতন ভবনে ব্যাংকের অনেক সরঞ্জাম ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল বলে উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ব্যাংকের ওই কর্মকর্তা জানিয়েছেন।

উ‌ল্লেখ্য যে, অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাস এবং মাদক রাখা ও সেবনের দায়ে ছয় মাস করে মোট এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ ছাড়া তাঁর কক্ষ থেকে লাইসেন্স বিহীন বিদেশি অস্ত্র, একটি একনলা বন্দুক, একটি ব্রিফ কেইস, মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।