ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ: তিতুমীর কলেজ ছাত্রলীগের একাধিক নেতাকর্মী বহিস্কৃত।

অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে
পোস্ট দেয়ায় এবার বহিষ্কার হচ্ছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের একাধিক নেতাকর্মী।

বাংলাদেশ ছাত্রলীগের যেসব নেতাকর্মী সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তাদের তালিকা তৈরি করছে সংগঠনটি।
গণমাধ্যমের হাতে আসা ওই তালিকায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অন্তত ৯০ জনের নাম দেখা যায়।
যেখানে তিতুমীর কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর নাম রয়েছে।
এছাড়াও আরও বেশ কয়েকজন নেতাকর্মীর তালিকাও করা হচ্ছে বলে জানিয়েছে কলেজ ছাত্রলীগ সভাপতি মো. রিপন মিয়া।
ইতিমধ্যে সাঈদীকে নিয়ে পোস্ট দেয়ায় পদ হারিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের অন্তত ৬৮ জন।

বহিষ্কার সুপারিশের তালিকায় নাম রয়েছে তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুরে আলম সিদ্দিকী রুম্মান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এসএম আসিক মাহমুদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নবীন ইসলাম রাজ, সহ-সম্পাদক সাজ্জাদুল ইসলাম, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইমরান নাহিদ এবং ১নং কার্যকরী সদস্য মুসা বিন মন্নর।

এ ব্যাপারে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া বলেন, আমরা নামের তালিকা করছি, এরপর বহিষ্কার করা হবে।
ইতিমধ্যে ৪-৫ জনকে পেয়েছি, আরও খোঁজ নেয়া হচ্ছে।
তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, যারা পোস্ট দিয়েছে তাদের সময় মত বহিষ্কার করা হবে।
কতজনকে বহিষ্কার করা হতে পারে এ ব্যাপারে তিনি বলেন, যতজনের নাম পাওয়া যাবে তাদের সবাইকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।