অলরাউন্ড পারফরম্যান্সে ঝলসে উঠলেন সাকিব আল হাসান। তার ব্যাট-বলের দ্যুতিতে মরিসভিলে র্যাপটর্সকে ৯৬ রানের বড় ব্যবধানে হারাল আটলান্টা ফায়ার। ম্যাচে স্টিভেন টেইলরের বিস্ফোরক ইনিংসের পাশাপাশি সানি প্যাটেলের সর্বত্র ছড়ানো দাপটও জয় নিশ্চিত করে দেয় দলটির।
টস জিতে আগে ফিল্ডিং নেয় মরিসভিলে। শুরুটা সুবিধাজনক ছিল না আটলান্টার। মাত্র ২১ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি। সাগর প্যাটেল ৯ বলে ১২ রান, রিশি পান্ডে ১০ বলে ৯ রান এবং সানি প্যাটেল ২ বলে মাত্র ১ রান করে ফিরলে ১০২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
সংকট মুহূর্তে হাল ধরেন ওপেনার স্টিভেন টেইলর ও সাকিব আল হাসান। দুজন মিলে ৪১ বলে গড়ে তোলেন ৭৯ রানের বিধ্বংসী জুটি। টেইলর খেলেন ইনিংসের সেরা নক—৬২ বলে ৯৭ রান। আশ্চর্যের বিষয়, তার ইনিংসে ছিল না কোনো চার, পুরো রান এসেছে ১২টি ছক্কার মাধ্যমে। সাকিব খেলেন ঝোড়ো ক্যামিও, ১৭ বলে ২৭ রান, যেখানে ছিল তিনটি চার ও একটি ছক্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আটলান্টা ফায়ার।
১৮২ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধস নামে মরিসভিলের। সানি প্যাটেল ও সাকিব আল হাসানের আগুনঝরা বোলিংয়ে মাত্র ১১ রানের মধ্যে হারায় ছয় উইকেট। সপ্তম উইকেটে আসে ৭৩ রানের জুটি, তবে সেটিই ছিল তাদের একমাত্র প্রতিরোধ। শেষ পর্যন্ত ৮৫ রানেই থেমে যায় মরিসভিলের ইনিংস।
সাকিব বল হাতে দুই ওভারে ৯ রান দিয়ে শিকার করেন দুই উইকেট। ব্যাটিংয়ে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি বল হাতেও সমান কার্যকর ছিলেন তিনি। সানি প্যাটেল সর্বোচ্চ তিন উইকেট নেন, ব্যাটিংয়েও দেখিয়েছেন তার ঝলক।
ফলে সাকিবের অলরাউন্ড নৈপুণ্য ও সতীর্থদের অবদানে মরিসভিলেকে ৯৬ রানে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নেয় আটলান্টা ফায়ার।