ঢাকাশনিবার , ১৫ জানুয়ারি ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সারাদে‌শে গত এক‌দি‌নে ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত ৩৪৪৭ জন ও মৃত্যু ৭

স্বাস্থ্য ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ২৪ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন।

শনিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগেরদিন শুক্রবার দেশে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছিল এবং ৪ হাজার ৩৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ।   সেই তুলনায় আজ করোনায় মৃত্যু সামান্য বাড়লেও দৈনিক শনাক্ত ও শনাক্তের হার কমেছে।

বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে,  ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, বরিশাল বিভাগের একজন ও সিলেট বিভাগের  একজন রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।