ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সা‌বেক মন্ত্রীর বাসায় হামলার চেষ্টা ও যুবদল নেতাদের মারধ‌রের অ‌ভি‌যোগ আওয়ামী লী‌গের বিরু‌দ্ধে।

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২০ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সাথে সাক্ষাৎ করতে আসা দুই যুবদল কর্মীকে মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক যুবদল নেতার মোটরসাইকেল ভাঙচুর করে তারা।

বুধবার দুপুরে শহরের আলাইপুরে দুলুর বাসায় দেখা করতে আসলে ওই দুই যুবদল নেতাকে মারপিটের ঘটনা ঘটেছে। এর জন্য ক্ষমতাসীন দলের কর্মীদের দায়ী করেছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া তার বাসায় হামলা করার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান,, বুধবার তিনি একটি মামলায় হাজিরা দিতে নাটোরে আসেন। আদালতে হাজিরা শেষে তিনি শহরের আলাইপুরে তার বাসায় গেলে জেলার বিভিন্ন স্থান থেকে কিছু নেতাকর্মী তার সাথে সাক্ষাৎ করতে আসেন।

এ সময় তার বাসার অদূরে উপশহর গেটে গুরুদাসপুর থেকে আসা যুবদল নেতা পলাশকে বেধড়ক মারপিট করে সন্ত্রাসীরা। একই সময় শহরতলী দিঘাপতিয়া থেকে আসা যুবদল নেতা আব্দুল কুদ্দুস এর উপরে হামলা চালায় দুর্বৃত্তরা।

আব্দুল কুদ্দুস পালিয়ে গেলে সন্ত্রাসীরা তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই ঘটনার জন্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু আওয়ামী লীগের কর্মীদেরকে দায়ী করেছেন।

তিনি বলেন একটি মামলার হাজিরা শেষে তিনি তার বাসায় কিছুক্ষণ অবস্থান করছিলেন এ সময় সরকার দলের সন্ত্রাসীরা তার নেতাকর্মীদেরকে হামলা করেছে তার বাড়িতে চড়াও হওয়ার চেষ্টা করেছে।

তিনি প্রশ্ন করেন তাহলে তিনি কি তাঁর নিজ বাসায় অবস্থান করতে পারবেন না? তিনি এ ঘটনার নিন্দা ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ঘটনায় পর তিনি ঢাকায় চলে যান।

আহত পলাশ গুরুদাসপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। তাকে শহরের একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয়েছে ।

এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমের সাথে কথা বলার জন্য তার মোবাইলে কল করলে তিনি ফোন রিসিভ করেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।