ঢাকাশনিবার , ১ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুর সরকার পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ।

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুর সরকার। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।

সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (সিঙ্গা অ্যাওয়ার্ড) এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। প্রতিমাসে শিক্ষার্থীদের প্রায় ২ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার উপবৃত্তি প্রদান করা হবে বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

এছাড়া এককালীন আবাসন ভাতা, বিমানে আসা-যাওয়ার সুযোগ ও মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
এ স্কলারশিপ হলো এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এ* স্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন এর মধ্যে একটি সহযোগিতা।

এর মাধ্যমে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়গুলো নিয়ে সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা।

সুযোগ সুবিধাসমূহ
শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
প্রতিমাসে শিক্ষার্থীদের প্রায় ২ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার উপবৃত্তি প্রদান করা হবে বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।
এককালীন আবাসন ভাতা হিসেবে ১ হাজার সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে, যা বাংলাদেশী টাকায় প্রায় ৯২ হাজার টাকা।
মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে, বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
আবেদনের যোগ্যতা
সিঙ্গাপুরে প্রথমবারের মতো ভর্তি হতে হবে।
সিঙ্গাপুরের নাগরিক আবেদন করতে পারবেন না।
ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।
একাডেমিক রেফারি থেকে ভাল রিপোর্ট।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়া জানতে ক্লিক করুন  অফিসিয়াল লিংকে

প্রয়োজনীয় নথিপত্র :

আবেদনকারীর পাসপোর্ট।
আবেদনকারীর ছবি।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
সিভি।
স্টেটমেনট অব পারপাস।
রেফারেন্স লেটার দুইটি।
আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ (যদি থাকে)।
আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ১, ২০২২ ইং

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।