ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সিপিডি আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করে। এটা তাদের ব্যবসা।অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২০ ৬:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) প্রবৃদ্ধির হিসাব আন্দাজনির্ভর সিপিডি ১০ বছরে আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করছে।। এরপর এই সব তথ্য পাচার ও রফতানি করে থাকে। তারা নেতিবাচক কথা বললে লাভবান হয়। এজন্যই আন্দাজনির্ভর কথা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে থাকে।
আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিকল্পনাবিষয়ক অনলাইন বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
উন্নয়নচিত্রের উদাহরণ দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, তারা (সিপিডি) এ দেশের রাস্তাঘাট দেখে না।
বিবিএস তথ্য-উপাত্তের ভিত্তিতে কাজ করে, আর সিপিডি করে আন্দাজে, কথাটি কি যথার্থ হলো—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যথার্থই। তবে সিপিডি সিপিডির কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। আমাদের হিসাব যে সঠিক, সারা বিশ্বই তা বিশ্বাস করছে।’
বিদায়ী অর্থবছরের জিডিপির সাময়িক প্রবৃদ্ধির হার ৫ দশমিক ২৪ শতাংশ হয়েছে বলে সরকার বললেও গতকাল রোববার সিপিডি বলেছে, জিডিপির প্রবৃদ্ধির হারের সংখ্যাটি এখন রাজনৈতিক সংখ্যা হয়ে গেছে।
অর্থমন্ত্রী বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব বের করার দরকার নেই। এ দেশের খাল-বিল, নদী-নালা, গ্রামীণ অবস্থা—এসব দেখলেই বোঝা যায় বাংলাদেশের কী অবস্থা। অর্থমন্ত্রী বলেন, ‘সিপিডি বলে বেড়ায়। আর আমরা যা বলি, তা প্রমাণ করার চেষ্টা করি। যখন যা বলেছি, সব সঠিক হয়েছে।’
সাংবাদিকদের উদ্দেশে অর্থমন্ত্রী প্রশ্ন রাখেন, সিপিডি কীসের ভিত্তিতে কথা বলে? তারা আন্দাজের ভিত্তিতে কথা বলে। তারা এ দেশের রাস্তাঘাট দেখে না।
দৈনিক অপরাজিত বাংলা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।