ঢাকাশনিবার , ১৯ ডিসেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে বিষাক্ত মদ পানে ১ জ‌নের মৃত্যু ৩ জন অসুস্থ।

‌সিরাজগঞ্জ প্র‌তি‌নি‌ধি।
ডিসেম্বর ১৯, ২০২০ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিষাক্ত মদ পানে রুবেল সরকার (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে রুবেল তার কয়েকজন বন্ধুসহ মদ পান করার পর থেকেই তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

নিহত রুবেল সরকার উপজেলার নগরডালা গ্রামের শহিদুল সরকারের ছেলে ও শাহজাদপুর এহিয়া ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।

পরিবারসূত্রে জানা যায়- শিশুকাল থেকেই রুবেল নানাবাড়ি শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর নতুন পাড়ায় বাস করতো। গত শুক্রবার রাতে রুবেল, আল আমিন (২০), রায়হান (২১), মুক্তাসহ (২২) আরও কয়েকজন মদ পান করে। তারপর থেকেই তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে অবস্থা গুরুতর হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন রুবেলের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার পরিস্থিতি সংকটময় হওয়ায় চিকিৎসকরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। শনিবার দুপুরে ওই হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শাহজাদপুর থানার এসআই এসলাম আলী জানান, নেশা জাতীয় দ্রব্য পান করে মৃত্যু হয়েছে বলে পরিবার দাবি করছে। এখনও সঠিক কারণ জানা যায়নি। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।