ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২০
  1. casino
  2. অনান্য
  3. অপরাধ ও আইন
  4. অভিবাসীদের নির্মম জীবন
  5. অর্থনীতি
  6. আত্মসাৎ
  7. আন্তর্জাতিক
  8. ইতিহাস
  9. উদ্যোক্তা
  10. এশিয়া
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. গল্প ক‌বিতা
আজকের সর্বশেষ সবখবর

সেনা অভ্যুথা‌নে মা‌লি প্রে‌সি‌ডে‌ন্টের পদত্যাগ, জোট সরকার গঠ‌নের প্রস্তাব নাকচ কর‌লো বিদ্রোহীরা।

অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২০ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বি‌দ্রোহী সেনা বি‌দ্রো‌হে শেষ অব‌ধি পদত্যাগ কর‌লেন পশ্চিম আফ্রিকার দেশ মালি প্রে‌সি‌ডেন্ট ইব্রাহিম বোউবাকার কেইতা (ছ‌বি‌তে ডান‌দি‌কে) এবং বি‌দ্রোহী‌দের সা‌থে জোট সরকার গঠ‌নের ইব্রাহিম বোউবাকার কেইতার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান ক‌রে‌ছে বি‌দ্রো‌হের নেতৃত্ব দেওয়া ডেপুটি কমান্ডার কর্নেল মারিক ডিয়াউ এবং জেনারেল সাদিও কামারা।
বি‌বি‌সি সূ‌ত্রে‌ জানা যায়, মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত বলেও ঘোষণা দিয়েছেন। এর আগে তাকে ও দেশটির প্রধানমন্ত্রী বোউবোউ সিসেকে আটক করে রাজধানী বামাকোর একটি সামরিক ক্যাম্পে নিয়ে যায় বিদ্রোহী সেনারা। এর কয়েক ঘণ্টা পর তিনি ভাষণে বলেন, যদি আজ আমাদের সেনাবাহিনীর একটি নির্দিষ্ট অংশ নিজেদের হস্তক্ষেপের মাধ্যমে সমাপ্তি টানতে চায়, আমার সামনে কি সত্যিই আর কোন বিকল্প আছে? তিনি বলেছেন, আমাকে ক্ষমতায় রাখার জন্য কোন রক্তপাত হোক, সেটা আমি চাই না।

১৮ আগস্ট, মঙ্গলবার দুপুরের পর বি‌দ্রোহী সেনা‌দের এক‌টি অংশ প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে এবং সেখানে থাকা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে এসমযয় আটক করে তারা। সেইসঙ্গে প্রেসিডেন্টের ছেলে, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীকেও আটক করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন কেইতা। কিন্তু দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যাওয়ায় তার ওপর অনেকের ক্ষোভ তৈরি হয়। ক্ষোভ থে‌কে সম্প্রতি দেশটিতে বেশ কয়েকবার বড় ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ ক্ষোভ এক সময় দানা বিঁ‌ধে সেনা ছাউ‌নীর ভিতর। জানা যায়, মালির সেনাদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অসন্তোষ এবং জিহাদিদের সঙ্গে অব্যাহত লড়াই নিয়ে ক্ষোভ রয়েছে দীর্ঘ‌দিন ধ‌রেই।

এর আগে, বিদ্রোহী সেনারা রাজধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের কাটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই সামরিক ঘাটির দখল নেওয়ার পর বিদ্রোহী সেনারা রাজধানীতে চলে আসে। কাটি সামরিক ঘাটির ডেপুটি কমান্ডার কর্নেল মারিক ডিয়াউ এবং জেনারেল সাদিও কামারা এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে। গতকা‌লের সাম‌রিক অভ্যুথা‌নে ১৪ জন নিহত হবার খবর পাওয়া গে‌ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।