ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার চেতনা আর যৌনচেতনা নিয়ে যা বললেন গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২০ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে ‘ধর্ষণ ও দুর্নীতির মহোৎসব বাংলাদেশের ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় আওয়ামী লীগের কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ফেরানো ছাড়া জনগণের মুক্তি আসবে না।‘ তিনি বলেন, ‘জনগণ তাঁর নাগরিক অধিকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পালন করতে পারবেন, ভোগ করতে পারবেন- এটাই হচ্ছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা। যতক্ষণ পর্যন্ত এই দেশ, এই রাষ্ট্র গণতন্ত্র নিশ্চিত না করতে পারবে, তত দিন জনগণ ভোগান্তির হাত থেকে মুক্তি পাবে না।’
এ সময় তিনি আরো বলেন, স্বাধীনতার চেতনা আর যৌনচেতনা যে এক জিনিস নয়, সেটা আওয়ামী লীগ বোঝে না। একাধিক ধর্ষণের ঘটনার সমালোচনা করতে গিয়ে শেষের দিকে এ মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র।
গয়েশ্বর চন্দ্র বলেন, যেখানে বিচারহীনতার সংস্কৃতি ও এককেন্দ্রিক গণতন্ত্র, সেখানে সুষ্ঠু বিচার হতে পারে না। সব কোট মুজিব কোট হয়ে গেছে।

সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়া পরিষদের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক জি কে এম মুস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট দেওয়ান মাহফুজুর রহমান ফরহাদ, অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক আবুল কালাম আজাদ, ড. আখতার হোসেন, অধ্যাপক আবু জাফর খান, শহিদুল ইসলাম শহিদ, প্রকৌশলী শরিফুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।