স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখার কারণে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য বিভাগ রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠতা অর্জন করেছে। এজন্য সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় বোদা উপজেলা স্বাস্থ্য বিভাগকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ স্বাস্থ্য বিভাগ হিসেবে জাতীয় পুরস্কার প্রদান করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বোদা উপজেলা স্বাস্থ্য বিভাগকে শ্রেষ্ঠ তার ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়েছে। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজুর করিম রাজু আজ ১০ অক্টোবর শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সনদপত্র সনদপত্র ও ক্রেস্ট যাদের পরিশ্রমে অর্জিত হয়েছে ,স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্স ও কর্মচারীদের হাতে তুলে দেন।
উল্লেখ্য বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবার সেবা গ্রহণ করে এলাকার মানুষ অত্যন্ত খুশি। এখানকার চিকিৎসক করোনা সহ ৎঅন্যান্য রোগীদের আন্তরিকতার সাথে সেবা প্রদান করছে। চিকিৎসকদের সেবায় এ এলাকার মানুষ খুশি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।