ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে উপজেলা ছাত্রলীগ নেতার বাড়িতে হামলাঃ ভাংচুর।

ইউনুস মিয়া,চট্টগ্রাম প্রতিনিধি।
অক্টোবর ১৭, ২০২০ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসানের বাড়িতে শুক্রবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার ফতেপুর জামতল এলাকার বজল কোম্পানীর নতুন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হাসান ঐ বাড়ির মাহবুবুল আলমের পুত্র ও উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক।

দুর্বৃত্তদের হামলায় হাসানের চাচা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী খোরশেদুল আলম ও জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। ঐ সময় দুবৃর্ত্তরা বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালায় । বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি ভাংচুর করেছে বলেও জানায় হাসান ও তার পরিবারের লোকজন। ঘটনার পর রাতেই পুলিশ ও র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ ঘটনার জেরে একই এলাকার এক যুবকের সাথে জামতল শেখ কমিউনিটি সেন্টারের বিপরীতে খোরশেদের সাথে কথা কাটাকাটির পর এক পর্যায়ে খোরশেদের উপর হামলা চালায় দুবৃর্ত্তরা । খবর পেয়ে তার ভাই জাহাঙ্গীর এগিয়ে গেলে তাকেও মারধর করে আহত করা হয়। পরে চাচাদের মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাসান। তার সাথেও হালকা বাকবিতণ্ডা হলে স্থানীয়রা হাসানকে তার ঘরে পাঠিয়ে দেয়। তারপর পরই অন্তত ৪০/৫০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হাসানের বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। এতে আহত হন খোরশেদের স্ত্রী রেহেনা বেগম।

রেহেনা বেগমের দাবি ভাংচুরের এক পর্যায়ে তার আলমিরা থেকে ৫২ হাজার টাকা লুটে নেয় হামলাকারীরা। বাধা দিতে গেলে তাকেও মেরে আহত করা হয়। পরে হাসানের খোঁজে দক্ষিণের ঘরে গিয়ে ফের আসবাবপত্র এবং বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে, হাটহাজারী মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।