হাটহাজারীতে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নূতন ভাবে নেয়া কিংবা নবারনে ব্যবসায়ীদের উৎসাহ দিতে ভ্রাম্যমান আদালত ভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছে। প্রশংসনীয় এ উদ্যোগে ব্যবসায়ীরা একদিকে উৎসাহিত হয়ে ট্রেড লাইসেন্স নূতন নিতে এবং নবায়নে করতে বিড়ম্বনা পোহাতে হবেনা। অপরদিকে, রাজস্বও বৃদ্ধি পাবে। স্থানীয় প্রশাসন দৌড়গোড়ায় সেবা দেয়ার প্রবনতা বাড়ানো হলে ব্যবসায়ীরা হয়রানী থেকে বাঁচবে।
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদ, গড়দুয়ারার সহযোগিতায় দৌড়গোড়ায় সেবা দানে যে সকল ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নেননি কিংবা ট্রেড লাইসেন্স নিয়েছেন কিন্তু নবায়ন করছেন না তাদের জন্য ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ট্রেড লাইসেন্স গ্রহণ অথবা তাৎক্ষণিক নবায়নে উৎসাহিত করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত
পরিচালনা করেন এবং এ সময় তাঁর সাথে ছিলেন গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার মোর্শেদ তালুকদার।