হাটহাজারীতে বঙ্গবন্ধু ষ্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটি ফরহাদাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে নাজিরহাটে একটি কমিউনিটি সেন্টারে সোমবার বিকালে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মানবতার মা”দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উৎযাপনের পূর্ব মুহুর্থে হাইব্রীড নামধারী কিছু দুর্বৃত্তরা হঠাৎ হামলা করে ভাঙচুর করেছে। এমনকি প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের জন্য আনা কেকটি ছুঁড়ে ফেলে এবং চেয়ার ভাংচুর করে সন্ত্রাসী কার্যক্রম চালায়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগে প্রবীন নেতা রুহুল আমিন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শওকতুল আলম, বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা মনি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, সাহেদ মাহমুদ, সাংবাদিক ইউনুস মিয়া, শাহজাহান মিয়া, চৌধুরী সেলিম, মহিউদ্দিন শেয়ান, মহিম উদ্দিন সহ রাজনৈতিক গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ঘঠনাস্থল থেকে তারা জানান ছাত্রলীগের নামধারী কিছু লোক হঠাৎ অনুষ্ঠান শুরুর আগ মুহুর্তে এসে জন্মদিনের কেক ছুড়ে ফেলে এবং চেয়ার, টেবিল, ব্যানার ছেড়ে ফেলে খারাপ ভাষায় গালিমন্দ দিয়ে বিভিন্ন হুমকি দেওয়া শুরু করে। যাদের মধ্যে চিন্থিত ব্যক্তিরা হলের জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী ও স্থানীয় দেলোয়ার হোসেন মিন্টু’র সমর্থক বলে তারা জানান, তাদের সামনে সন্ত্রাসীরা ১)আবু তৈয়ব, পিতাঃ- মরহুম আজিজুল হক,২) এরশাদ হোসেন, পিতাঃ- মরহুম বদিউল আলম ৩)মোঃ রায়হাম মাহমুদ তানিম পিতাঃ- মোহাম্মদ দিদারুল আলম ৪) মোহাম্মদ মুরাদ পিতাঃ- মোহাম্মদ বাবুল (প্রভাসী), ৫) মোঃ হামিদ, পিতাঃ-মোঃ হাবিবুর রহমান, ৬) মোঃমাসুদ পিতাঃ- আবু তাহের, ৭) মোহাম্মদ আনিস পিতাঃ- মোহাম্মদ জাকারিয়া , ৮) কাজী জাহেদ হাসান মুন্না পিতাঃ- কাজী মুহাম্মদ আলী। , ৯) মোহাম্মদ রাশেদ পিতাঃ- মৃত আবদুল মন্নান, ১০) মোহাম্মদ বাবর পিতাঃ- এসকান্দর। এদের নেতৃত্বে বঙ্গবন্ধুর ছবি ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবিসহ ব্যানার ছিঁড়ে ফেলা, ভাংচুর ও তান্ডব চালায়।
আজ ২৯ সেপ্টেম্বর”২০২০ হাটহাজারী মডেল থানায় দ্বীন মোহাম্মদ প্রকাশ মুহাম্মদ আলী বাদী হয়ে মামলা করেন, যার মামলা নং-৪২,
সভায় উপস্থিত প্রধান অতিথি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শওকত আলম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে এধরনের হামলা অকল্পনীয়। বঙ্গবন্ধু ও নেত্রীর ছবি যারা ছিঁড়েছে তাদের উপযুক্ত শাস্তি ও ঘটনার সুষ্ঠু বিচার চাই।