চট্টগ্রামের হাটহাজারীতে মাক্স ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৬ ব্যক্তিকে জরিমানা করেছে।
১৭ নভেম্বর মঙ্গলবার পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ বলেন, মঙ্গলবার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৬ ব্যক্তিকে ৬ হাজার ১ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানের সময় মাস্ক পরিধান করার বিষয়ে জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়। এ সময় ব্যক্তি উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। করোনা প্রতিরোধে মাস্ক পড়া নিশ্চিত করতে ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।