ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী ফটিকছড়িতে তথ্য অধিকার দিবস পালিত

নি‌জেস্ব প্র‌তি‌নি‌ধি, চট্টগ্রাম
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি 

সংকটকালে তথ্য পেলে, জনগনের মুক্তি মেলে”–এই প্রতিপাদ্যকে সামনে রেখে  আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস সারাদেশের  মত  হাটহাজারী ও ফটিকছড়িতে   পালিত হয়েছে।
আজ (সোমবার)  সকালে দু’উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

হাটহাজারীতে  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা রুহুল আমিন।তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে  বলেন, তথ্য অধিকার কি এবং এর আইন সম্পর্কে সকলকে জানাতে হবে। প্রশাসনের সকল স্তরে দুর্নীতি রোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা অপরিহার্য । এই আইনের সুযোগ-সুবিধা কাজে লাগানোর জন্য জনগণকে উদ্বুদ্ধ করা প্রয়োজন।

এতে  অন্যান্যদের  মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,সমবায় কর্মকর্তাসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অপরদিকে, ফটিকছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস  উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা উপজেলা পরিষদের জহুরুল হক মিলানায়তনে অনুষ্টিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা   সায়েদুল আরেফিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব। এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ, উপজেলা প্রকৌশলী এসএম হেদায়েত প্রমুখ।

এতে প্রধান অতিথি হুসাইন মোঃ আবু তৈয়ব বলেন,তথ্য প্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক অধিকার। তথ্য মানুষকে সচেতন করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তিনি আরো বলেন, দেশের সাধারণ মানুষকে সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে এই দিবসটি পালন করা হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এসময় বক্তারা বলেন, আজকের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদীবিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালে তিনি জন্মগ্রহণ করেন। শেখ হাসিনা গ্রামবাংলার ধুলোমাটি আর সাধারণ মানুষের সাথেই বেড়ে উঠেছেন। গ্রামের সাথে তাই তার নিবিড় সম্পর্ক। এসময় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।