লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার সংলগ্ন মহা সড়কে ৯০ বোতল ফেন্সিডিল সহ আমির হোসেন (১৪) নামে এক কিশোর কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানাগেছে, মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় থানার এস আই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উক্ত স্থানে কিশোর আমির হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরে ঐ কিশোরের নামে হাতীবান্ধা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করে, আদালতে সোপদ্দ করা হয়েছে বলে, থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম নিশ্চিত করেছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।