উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিজয়ের মাসে কনকনে শীতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি নেতা মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল।
শনিবার (২৬ ডিসেম্বর ) বিকেলে ৩টার দিকে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ্দ বিছনদই এলাকায় প্রায় ছয়’শত কম্বল বিতরণ করেন সুপ্রিম কোর্ট আইনজীবি মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল। ব্যক্তিগত তহবিল থেকে এ শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়। এর আগে সকালে ওই উপজেলার বড়খাতা বাজারে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
এসময় বিএনপি নেতা মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল বলেন, আমরা হিন্দু-মুসলিম একই পরিবারের ভাই। প্রতিবারের ন্যায় এবারও আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমত শীতার্ত অসহায় মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।