ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকালে এক যুবক আটক।

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকালে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার বিকালে সন্দেহভাজন হিসাবে তাকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, উদ্দেশ্যহীনভাবে হাসপাতাল চত্বরে ঘোরাফেরার সময় সুজন নামে এক যুবককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আটক যুবকের বাড়ি ফরিদপুর। তার বাবার নাম সোহরাব হোসেন। ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে ঘটনাস্থল থেকে ভাটারা থানার এসআই মনির হোসেন যুগান্তরকে বলেন, আটক যুবকের উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। তিনি কেন এখানে এলেন এবং কেনইবা তিনি বেগম জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করছিলেন তা বোঝা যাচ্ছে না। তবে বিষয়গুলো জানার জন্য উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।