প্রায় মাসখানেক চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম। বর্তমানে তিনি কারো সাহায্য ছাড়াই একা একা হাঁটতে পারছেন।
আজ ১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে তাকে ছাড়পত্র দেয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল। এরপরই ওয়াহিদা খানমকে মিরপুরের সিআরপিতে নেয়া হয়েছে বলে জানা গেছে।
চিকিৎসকদের আশা, সপ্তাহ দুয়েকের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তিনি।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে সরকারি বাসভবনে ঢুকে দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীও আহত হন।
তাদের উদ্ধার করে প্রথমে রংপুরে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে ওয়াহিদা খানমকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঝুঁকিপূর্ণ অবস্থায় অস্ত্রোপচারের হাসপাতালের চিকিৎসা শেষে আজ তাকে ছাড়পত্র দেয়া হলো। বর্তমানে তিনি বেশ সুস্থ আছেন।