বুধবার, ২৭ নভেম্বর সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত আসন~১০ এর ১১,২৫,২৬ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর পদে মোবাইল ফোন প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন হুরে আরা বেগম বিউটি।
তিনি ৩৬,২৮১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাধা রাণী দেবী (টুনটু মুন) বই প্রতীক নিয়ে পেয়েছেন ৯৫৩০ ভোট।
এবারের নির্বাচনে সাবেক কাউন্সিলর জেসমিনা খানম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬৬৮ ভোট। চশমা প্রতীক নিয়ে সুপ্তি তলাপাত্র পেয়েছেন ৮০০ ভোট।
তিন ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১,৩৯,৭৫৪জন, মোট কেন্দ্র ৪৮। এবারের চসিক নির্বাচনে সংরক্ষিত আসন~১০ এর ১১,২৫,২৬ নং ওয়ার্ডে মোট ভোট পড়েছে ৫৪,২৭৯টি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।
