সূফি আল্লামা শফি সাহেবের মৃত্যুর পর সহজেই অনুমেয় ছিলো যে আলোচিত হেফাজতে ইসলাম মোটামুটি জামাত-শিবিরের ধ্যান ধারনার দলে পর্যবসিত হতে যাচ্ছে। যার প্রমান মিললো হেফাজতের নবগঠিত কমিটি গঠনে। নবগঠিত আমীর বাবু নগরীর নাম ঘোষনার পর পরই তা আর খোলাসা হয়ে যায়।
হেফাজতের নবগঠিত কমিটিতে নায়েবে আমির নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি আহমদ আব্দুল কাদের।
এছাড়াও হেফাজত ইসলামের নবগঠিত কমিটির নেতৃত্বে এসেছেন আরো বেশ কজন জামায়াত ও শিবিরের সাবেক নেতা।
হেফাজতের নতুন নায়েবে আমিরের দায়িত্ব পাওয়া সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি আহমদ আবদুল কাদের ১৯৮২ সালে শিবিরের কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
জানা গেছে, আহমদ আবদুল কাদের ১৯৮০-৮১ সালে শিবির সমর্থিত তাহের-কাদের পরিষদ থেকে ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

১৯৮০-৮১ ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত তাহের-কাদের পরিষদ এর শিবিরের নিজেস্ব ব্রোসিয়ারে আহমদ আবদুল কাদেরের ছবি।
এ বিষয়ে সাবেক শিবির সভাপতি ও হেফাজতের নতুন নায়েবে আমির আহমদ আবদুল কাদের বলেন, আমি শিবির করতাম কিন্তু জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। আমি শিবিরকে চেয়েছিলাম জামায়াতের রাজনীতি থেকে মুক্ত রাখতে। আর এই অপরাধে আমাকে শিবিরের রাজনীতি ছাড়তে হয়েছে।