দেশের সব বিশ্ববিদ্যালয় আগামী ১৫ অক্টোবর খুলে দেওয়া হতে পারে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা সূত্র জানায়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
সভায় ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তার আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া স্কুল-কলেজ আরও পরে খোলার বিষয়ে সিদ্ধান্ত হয় সভায়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।