ঢাকাবুধবার , ৩০ ডিসেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

শ্রেণি রোল নম্বর প্রথা বাতিল ক‌রে আইডি নম্বর কার্যক‌রের চেষ্টা সরকা‌রের।

‌শিক্ষা ডেস্ক।
ডিসেম্বর ৩০, ২০২০ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ক‌রোনা মহামা‌রি প্রেক্ষাপ‌টে আমূল প‌রিব‌র্তন এসে‌ছে দে‌শের শিক্ষা‌ ব্যবস্থায়। ২০২০ সা‌লের সবক‌টি বোর্ড পরীক্ষা স্থ‌গিতের পাশাপা‌শি বন্ধ ছি‌লো দে‌শের সকল শিক্ষা‌প্রতিষ্ঠান। এরই ম‌ধ্যে গতকাল মঙ্গলবার অনলাইনে এক ব্রিফিংয়ে এ শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি জানান, ২০২১ শিক্ষাব‌র্ষে শিক্ষার্থীদের শ্রেণি রোল নম্বর প্রথা বাতিল ক‌রে আইডি নম্বর প্রথা কার্যক‌রের চেষ্টা কর‌ছেন সরকার।

‌বিষয়‌টি প‌রিষ্কার কর‌তে গি‌য়ে শিক্ষামন্ত্রী বলেন, “প্রত্যেক শ্রেণিতে যে রোল নম্বর থাকে, রোল নম্বরের যে প্রথা চলে আসছে, এতে অনভিপ্রেত প্রতিযোগিতা হচ্ছে। যাতে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাবের অভাব ঘটে। এই রোল নম্বরের কারণে সবাই সামনে আসতে চায়। আমরা চেষ্টা করছি ২০২১ শিক্ষাবর্ষ থেকে শ্রেণি রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর প্রদান করতে। এতে পুরনো রোল নম্বর প্রথার বিলুপ্তি হবে। আর অনভিপ্রেত প্রতিযোগিতা বন্ধ হয়ে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি হবে।”

তিনি বলেন, “প্রাথমিক থেকে সব শিক্ষার্থীর ইউনিক আইডি দেওয়া হবে। পুরো শিক্ষা জীবনে সে ওই আইডি নম্বর নিয়ে থাকবে, তাতে তাকে ট্র্যাক করা যাবে, সে ঝরে পড়ছে কি না।”

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ২০২১ সালের জুনে নেওয়া হতে পারে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এইচএসসি পরীক্ষা নেওয়া হতে পারে ২০২১ সালের জুলাই-আগস্ট নাগাদ।

বই উৎসবের বিষয়ে ডা.দীপু মনি জানান, করোনার কারণে এবারের বই উৎসব একই দিনে সব শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যাবে না। প্রতি শ্রেণির বই বিতরণে তিন দিন করে সময় দেওয়া হবে। অর্থাৎ ষষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১২ দিনে বই বিতরণ করা হবে। তবে বরাবরের মতো ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী বই বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।