২১ আগস্টের হামলার ভাবনা দেশে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার মতে, এ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বকে ধ্বংস করা নয়, মূলত জাতীয়তাবাদী শক্তিকে কবর দেয়ার জন্য আওয়ামীলীগের মাস্টারপ্ল্যানের অংশ বলে দাবি করেন ।
এদিকে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির প্রশ্ন – ওই হামলায় বিএনপি নেতারা জড়িত থাকলে কেন ওয়ান-ইলেভের সরকারের সময়ে চার্জশিটে নাম আসেনি? মূলত রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়ানো হচ্ছে!
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে, দলের ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নানের স্মরণসভা করে ঢাকা জেলা বিএনপি। এতে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২১ আগস্টের হামলা স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে ছিল কুচক্রীদের দীর্ঘ পরিকল্পনা। তবে সেসময়ে বিএনপি সরকারের ভুলের সুযোগ নিয়েছে আওয়ামী লীগ।
জোর করে স্বীকারোক্তি আদায় করে এই মামলায় বিএনপির শীর্ষ নেতাদের জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়-আন্তর্জাতিক কূটচালে ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত তথ্যও এখনো প্রকাশ হয়নি বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মিজানুর রহমান সবুজ,
দৈনিক অপরাজিত বাংলা