পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের মনোনয়ন প্রত্যাশী ও গাইবান্ধা জেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ন সাধারণ সম্পাদক জন নন্দিত জননেতা মিজানুর রহমান নিক্সনের বিশাল মতবিনিময় সভা।
বৃস্হপতিবার রাত আটটায় বরিশাল ইউনিয়নের সাবদিন মাস্টার পাড়া নিজ উঠানে বরিশাল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান নিক্সন, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আংগুর মাস্টার,সাবেক সদস্য সচিব রুহুল আমিন খন্দকার, ১নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলা, ২নং ওয়ার্ড সভাপতি সেন্টু প্রধান, ৩নং ওয়ার্ড সভাপতি শাহ আলম সরকার, ৪ নং ওয়ার্ড সভাপতি হোসেন আলী, ৫নং ওয়ার্ড সভাপতি ফারুক আহম্মেদ,৬নং ওয়ার্ড সভাপতি রহিম বাদশা, ৭নং ওয়ার্ড সভাপতি মজনু ফারাজি, ৮নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলা, ৯নং ওয়ার্ড সভাপতি চাঁন মিয়া।
আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী থানা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মমিন মন্ডল, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, সেচ্ছাসেবক দলে নেতা শামিম রেজা,কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নাজমুল হানিফ, সেচ্ছাসেবক দল নেতা পাপুল সরকার, ছাত্রদলনেতা আরিফ, পবনাপুর ইউনিয়ন যুবদল নেতা রিপন প্রমুখ।।
বক্তারা আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন মিজানুর রহমান নিক্সন কে দেয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, তৃণমূল নেতা-কর্মীদের প্রাণের নেতা মিজানুর রহমান নিক্সন চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে বিপুলভোটে বিজয়ী করা সম্ভব হবে। এর আগে বরিশাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে মতবিনিময় সভাকে জনসমুদ্রে পরিণিত করে।