আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ শরু করেছে বহু আগে থেকেই। ৩০০ আসনেই চালানো হয়েছে একাধিক জরিপ। সবগুলো জরিপেই ৩০০ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপিদের মধ্যে ৯৭ জন সংসদ সদস্যের নিরঙ্কুশ জনপ্রিয়তা পাওয়া গেছে। যেকোন পরিস্থিতিতে নির্বাচন হলেও এই ৯৭ জনের মনোনয়ন নিশ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সব সংসদ সদস্যরা আবার দলীয় মনোনয়ন পাবেন। এই সব প্রার্থীদের ইতিমধ্যে সবুজ সংকেত দেয়া হয়েছে। কোন বড় রকমের নাটকীয়তা না হলে, ২০২৪ এর সংসদ নির্বাচনে তারা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। বিভিন্ন জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষন করে অপরাজিত বাংলা এই ৯৭ জনের তালিকা তৈরী করেছে।
এই তালিকায় যাদের নাম আছে তাদের নাম এবং আসন এখানে উল্লেখ করা হলো:
০১. মো: নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-২
০২.রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-১
০৩. খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-২
০৪. ইকবালুর রহিম, দিনাজপুর-৩
০৫. মোস্তাফিজুর রহমান, দিনাজপুর-৫
০৬. আসাদ্দুজামান নূর, নীলফামারী-২
০৭. টিপু মুনশি, রংপুর-৪
০৮. ড. শিরীন শারমিন চৌধুরী, রংপুর-৬
০৯. মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-২
১০. মাহমুদ হাসান, গাইবান্ধা-৫
১১. আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-২
১২. সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-১
১৩. এনামুল হক, রাজশাহী-৪
১৪. মো: শাহরিয়ার আলম, রাজশাহী-৬
১৫. শফিকুল ইসলাম শিমুল, নাটোর-২
১৬. জুনায়দ আহমেদ পলক, নাটোর-৩
১৭. তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-১
১৮. মো: শামসুল হক টুকু, পাবনা-১
১৯. ফরহাদ হোসেন, মেহেরপুর-১
২০. মো: মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-৩
২১. মো: আনোয়ারুল আজীম (আনার), ঝিনাইদহ-৪
২২. স্বপন ভট্টাচার্য, যশোর-৫
২৩. শ্রী বীরেন শিকদার, মাগুরা-২
২৪. মাশরাফি বিন মুর্তাজা, নাড়াইল-২
২৫. শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-১
২৬. শেখ তন্ময়, বাগেরহাট-২
২৭. শেখ সালাহউদ্দিন, খুলনা-২
২৮. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-১
২৯. তোফায়েল আহমেদ, ভোলা-১
৩০. নুরুন্নবী চৌধুরী, ভোলা-৩
৩১. আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৪
৩২. আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল-১
৩৩. জাহিদ ফারুক, বরিশাল-৫
৩৪. আমির হোসেন আমু, ঝালকাঠি-২
৩৫. শ.ম রেজাউল করিম, পিরোজপুর-১
৩৬. আবুল কালাম আজাদ, জামালপুর-১
৩৭. মো: ফরিদুল হক খান জামালপুর-২
৩৮. মির্জা আজম, জামালপুর-৩
৩৯. বেগম মতিয়া চৌধুরী, শেরপুর-২
৪০. কে. এম খালিদ, ময়মনসিংহ-৫
৪১. মানু মজুমদার নেত্রকোনা-১
৪২. অসীম কুমার উকিল, নেত্রকোনা-৩
৪৩. সাজ্জাদুল হাসান, নেত্রকোনা-৪
৪৪. ওয়ারেসাত হোসেন বেলাল, নেত্রকোনা-৫
৪৫. সৈয়দা জাকিয়া নুর, কিশোরগঞ্জ-১
৪৬. রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৪
৪৭. নাজমুল হাসান, কিশোরগঞ্জ-৬
৪৮. মমতাজ বেগম, মানিকগঞ্জ-২
৪৯. জাহিদ মালেক, মানিকগঞ্জ-৩
৫০. সাগুফতা ইয়াসমিন, মুন্সিগঞ্জ-২
৫১. মৃনাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-৩
৫২. সালমান ফজলুর রহমান, ঢাকা-১
৫৩. মো: কামরুল ইসলাম, ঢাকা-২
৫৪. নসরুল হামিদ, ঢাকা-৩
৫৫. সাবের হোসেন চৌধুরী, ঢাকা-৯
৫৬. আসাদুজ্জামান খান, ঢাকা-১২
৫৭. মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-১৭
৫৮. ড. মোঃ এনামুর রহমান, ঢাকা-১৯
৫৯. বেনজীর আহমেদ, ঢাকা-২০
৬০. আ.ক.ম মোজাম্মেল হক, গাজীপুর-১
৬১. মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর-২
৬২. বেগম মেহের আফরোজ, গাজীপুর-৫
৬৩. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নরসিংদী-৪
৬৪. মো: নজরুল ইসলাম বাবু, নারায়নগঞ্জ-২
৬৫. শামীম ওসমান, নারায়নগঞ্জ-৪
৬৬. মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী-২
৬৭. শাহদাব আকবর, ফরিদপুর-২
৬৮. মুজিবুর রহমান চৌধুরী, ফরিদপুর-৪
৬৯. মুহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ-১
৭০. শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-২
৭১. শেখ হাসিনা, গোপালগঞ্জ-৩
৭২. নূর-ই-আলম চৌধুরী, মাদারীপুর-১
৭৩. শাজাহান খান, মাদারীপুর-২
৭৪. এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-২
৭৫. নাহিম রাজ্জাক, শরীয়তপুর-৩
৭৬. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-২
৭৭. এম এ মান্নান, সুনামগঞ্জ-৩
৭৮. এ.কে আব্দুল মোমেন, সিলেট-১
৭৯. ইমরান আহমেদ, সিলেট-৪
৮০. নুরুল ইসলাম নাহিদ, সিলেট-৬
৮১. মো: আব্দুস শহীদ, মৌলভীবাজার-৪
৮২. র.আ.ম উবায়দুল মুকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৩
৮৩. আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৪
৮৪. মোহাম্মদ এবাদুল করিম, ব্রাহ্মণবাড়িয়া-৫
৮৫. এ বি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৬
৮৬. মো: তাজুল ইমলাম, কুমিল্লা-৯
৮৭. মোরশেদ আলম, নোয়াখালী-২
৮৮. ওবায়দুল কাদের, নোয়াখালী-৫
৮৯. ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, চট্টগ্রাম-১
৯০. এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৬
৯১. ড. মোহম্মদ হাছান মাহমুদ, চট্টগ্রাম-৭
৯২. মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম
৯৩. সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম-১৩
৯৪. জাফর আলম, কক্সবাজার-১
৯৫. শাহীন আক্তার, কক্সবাজার-৪
৯৬. দীপংকর তালুকদার, রাঙ্গামাটি
৯৭. বীর বাহাদুর উশৈসিং বান্দরবান