ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‌কে‌ন্দ্রে ভোটার নেই! প্রথম দেড় ঘন্টায় আইডিয়াল কে‌ন্দ্রে ভোট প‌ড়ে‌ছে মাত্র ২৫!

স্টাফ রি‌পোর্টার।
অক্টোবর ১৭, ২০২০ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আজ ১৭ অ‌ক্টোবর, শনিবার সকাল ৯ টা থেকে শুরু হ‌য়ে‌ছে। এ আস‌নে মোট ১৮৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ চল‌ছে। এ আস‌নে প্রধান দুই দ‌লের প্র‌তিদ্ব‌ন্দ্বি‌দের ম‌ধ্যে মূলতঃ ভো‌টের লড়াই হ‌বে। এই আসনের ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাউদ্দিন আহমেদ। নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম।

‌ভোট শুরু হবার পর থে‌কে ভোটা‌রের উপ‌স্থি‌তি খুবই নগন্য লক্ষ্য করা যা‌চ্ছে। তারই এক‌টি চিত্র দেখা গে‌লো রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে। ভোট শুরুর পর প্রথম দেড় ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ২৫ জন। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২৩৭ জন। ভোট পড়ার হার শূন্য দশমিক ৭৭ শতাংশ।

সরজ‌মি‌নে ঘু‌রে দেখা গে‌ছে যে, যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে ভোটারের বল‌তে গে‌লে দেখাই নেই। নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক কে‌ন্দ্রের দা‌য়ি‌ত্বে থাকা একজন জানান, “এই কে‌ন্দ্রে প্রথম ঘন্টা মাত ৩ ভোট প‌ড়ে‌ছে, প‌রে কিছুটা বে‌ড়ে‌ছে ত‌বে ২০~২৫ ভো‌টের বেশী হ‌বে না।”

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পুরুষ‌
‌ভোটার কে‌ন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মাহমুদুন্নবী সা‌হেব জানান, “সকাল থে‌কে প্রথম দেড় ঘন্টায় ২৫ জন ভোটার ভোট প্রদান ক‌নে‌ছেন।” কেন ভোটা‌রের উপ‌স্থি‌তি কম এ প্র‌শ্নের জবা‌বে প্রিসাইডিং অফিসার জানান, “সকা‌লের দি‌কে বিধায় ভোটার‌দের উপ‌স্থি‌তি কিছুটা কম।” ত‌বে ‌বেলা বাড়ার সা‌থে সা‌থে ভোটার উপ‌স্থি‌তি বাড়‌বে ব‌লে প্রিসাইডিং অফিসার মাহমুদুন্নবী জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।