ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‌দে‌শে ক‌রোনায় মৃত্যু ও আক্রা‌ন্তের সংখ্যা বে‌ড়ে‌ছে।

অনলাইন ডেস্ক।
নভেম্বর ২, ২০২০ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরও ২৫ জন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৬৬ জনে। অপরদিকে একইসময়ে ১ হাজার ৭৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

আজ সোমবার বিকেলে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক বিজ্ঞপ্তি পাঠিয়ে সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত একদিনে নতুন ১ হাজার ৭৩৬ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯৬১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৩টি ল্যাবে ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৬১ হাজার ৭০২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।