এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ফের বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
গত ২৪ ঘন্টায় ৪ জনের ডেঙ্গুতে মৃত্যু সন্দেহে তথ্য পাঠানো হয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর)। যদিও পরে পরীক্ষা নিরীক্ষার পর ১ জনের ডেঙ্গুতে মৃত্যরি বিষয়ে নিশ্চিৎ হতে পারে আইইডিসিআর।
২০১৯ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান। ২০১৯ সাল শেষে করোনার মহামারির প্রাথমিক পর্যায়ে ২০২০ এর ডেঙ্গুর শুরু।
সোমবার, ২৭ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন করে সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত আপডেটে থেকে। তবে ঢাকার বাইরে নতুন কেউ ভর্তি হননি বলে জানা যায়। তবে এর আগের দিন রবিবার সকাল পর্যন্ত নতুন কোন ডেঙ্গু রোগী রাজধানীতে ভর্তি না হলেও ঢাকার বাইরে দুজন ভর্তি হন বলে নিয়মিত অধিদপ্তরের আপডেটে জানা যায়।
কোভিড-১৯ এর মধ্যে ডেঙ্গুর সংক্রমন মড়ার উপর খড়ার মতো দেশের মানুষের কাছে এখন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ঢাকা বিভাগে মোট ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে দেশের অন্য বিভাগে আর কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৩ জন। তাদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৫৩৯ জন।
গত বছর দেশে এক লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন এক লাখ ১ হাজার ৩৭ জন।