চট্টগ্রাম হালিশহর হাউজিং এস্টেট আই-ব্লকে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান “গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়” এর এসএসসি ব্যাচ’৯২ (অম্লান অঙ্গন ব্যাচ’৯২) এর নবগঠিত ২০২২-২০২৪ সালের কার্যকরী কমিটি অভিষেক অনুষ্ঠান আগামী ২৪.০৯.২০২২খ্রি রোজ শনিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় হালিশহর জি ব্লকস্হ ” খানদানী রেস্টুরেন্ট” এ অনুষ্ঠিত হবে।
কার্যকরী কমিটির সভাপতি মোঃ গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন (সিমু) পক্ষ হতে ব্যাচের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উক্ত অনুষ্ঠানে উপস্হিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ২৪/০৭/২০২২ ইং তারিখে “অম্লান অঙ্গন ব্যাচ’৯২”-এর ২০২২-২০২৪ সালের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির গঠন ও ব্যাচের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও গতিশীল করার লক্ষ্যে ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে হালিশহর জি-ব্লকস্থ “খানদানী রেস্টুরেন্ট”এ এক জরুরী সভা আহবান করা হয়েছিলো। গোলাম সারোয়ারের সভাপতিত্বে সেদিনের জরুরী সভায় ব্যাচের উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা সর্বোসম্মতিক্রমে ২০২২-২০২৪ সালের কার্যকরী কমিটির সভাপতি হিসেবে মোঃ গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে ফরিদা ইয়াছমিন (সিমু)’কে নির্বাচিত করে।
উক্ত সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সাখাওয়াত সুমনকে সহ সভাপতি, সহ সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলীর নাম ঘোষনা করা হয়। উক্ত ৫ সদস্য পরবর্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার বিষয়ে সর্বোসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।
সে পরিপ্রেক্ষিতে গঠনকৃত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে ঘোষিত আয়োজনে আগামী ২৪/০৯/২০২২ ইং শনিবার সকল সদস্যদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক মারফত ব্যাচ’৯২ এর সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অনুরোধ করা হয়েছে।