ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

অম্লান অঙ্গন ব্যাচ’৯২ কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সময়সূচি ঘোষনা

অপরা‌জিত বাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম হা‌লিশহর হাউজিং এস্টেট আই-ব্ল‌কে অব‌স্থিত স্বনামধন্য শিক্ষাপ্র‌তিষ্ঠান “গরী‌বে নেওয়াজ উচ্চ বিদ্যালয়” এর এসএস‌সি ব্যাচ’৯২ (অম্লান অঙ্গন ব্যাচ’৯২) এর নবগ‌ঠিত ২০২২-২০২৪ সা‌লের কার্যকরী ক‌মি‌টি অভিষেক অনুষ্ঠান আগামী ২৪.০৯.২০২২খ্রি রোজ শনিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় হালিশহর জি ব্লকস্হ ” খানদানী রেস্টুরেন্ট” এ অনুষ্ঠিত হবে।

কার্যকরী ক‌মি‌টির সভাপ‌তি মোঃ গোলাম সা‌রোয়ার ও সাধারণ সম্পাদক ফ‌রিদা ইয়াছ‌মিন (‌সিমু) পক্ষ হতে ব্যা‌চের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী‌দের উক্ত অনুষ্ঠানে উপস্হিত থাকার জন্য অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

উল্লেখ্য যে, গত ২৪/০৭/২০২২ ইং তা‌রি‌খে “অম্লান অঙ্গন ব্যাচ’৯২”-এর ২০২২-২০২৪ সা‌লের পূর্ণাঙ্গ কার্যকরী ক‌মি‌টির গঠ‌ন ও ব্যা‌চের সা‌র্বিক কার্যক্রম পর্যা‌লোচনা ও গ‌তিশীল করার ল‌ক্ষ্যে ব্যা‌চের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নি‌য়ে হা‌লিশহর জি-ব্লকস্থ “খানদানী রেস্টু‌রেন্ট”এ এক জরুরী সভা আহবান করা হ‌য়ে‌ছি‌লো। গোলাম সা‌রোয়া‌রের সভাপতি‌ত্বে সে‌দি‌নের জরুরী সভায় ব্যা‌চের উপ‌স্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রী‌রা স‌র্বোসম্ম‌তিক্র‌মে ২০২২-২০২৪ সা‌লের কার্যকরী ক‌মি‌টির সভাপ‌তি হি‌সে‌বে মোঃ গোলাম সা‌রোয়ার ও সাধারণ সম্পাদক হি‌সে‌বে ফ‌রিদা ইয়াছ‌মিন (‌সিমু)’‌কে নির্বা‌চিত ক‌রে।

উক্ত সভায় সভাপ‌তি ও সাধারণ সম্পাদ‌ক ছাড়াও সাখাওয়াত সুমনকে সহ সভাপ‌তি, সহ সাধারণ সম্পাদক মোঃ আ‌জিজুর রহমান ও সাংগঠ‌নিক সম্পাদক মোর‌শেদ আলী‌র নাম ঘোষনা করা হয়। উক্ত ৫ সদস্য পরব‌র্তি‌তে এক‌টি পূর্ণাঙ্গ ক‌মি‌টি গঠন করার বিষ‌য়ে স‌র্বোসম্ম‌তিক্র‌মে সিদ্ধান্ত হয়।

সে প‌রি‌প্রে‌ক্ষি‌তে গঠনকৃত পূর্ণাঙ্গ ক‌মি‌টির সদস্য‌দের নি‌য়ে ঘো‌ষিত আ‌য়ো‌জনে আগামী ২৪/০৯/২০২২ ইং শ‌নিবার সকল সদস্য‌দের নি‌র্দিষ্ট সম‌য়ে নি‌র্দিষ্ট স্থা‌নে উপ‌স্থিত থাকার জন্য সভাপ‌তি ও সাধারণ সম্পাদক মারফত ব্যা‌চ’৯২ এর সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী‌দের অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।