ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগ চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে তিন দফা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার এবং দল ও নেতাকর্মীদের ওপর আরোপিত “নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতা” অপসারণ–সহ বেশ কিছু দাবির প্রতি গুরুত্ব আরোপ করেছে।

দলের দাবি অনুযায়ী, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় বাতিল এবং সব “রাজবন্দির” নিঃশর্ত মুক্তিও তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের মতে “অবৈধ আদালত ও আইসিটি কোর্ট” বিলুপ্ত করা জরুরি।

দলটি তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নির্বাচনী ও গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে।

ঘোষিত কর্মসূচি

বিজ্ঞপ্তিতে নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করা হয়—

১১ ডিসেম্বর, বৃহস্পতিবার: সারা দেশে মশাল মিছিল

১২ ডিসেম্বর, শুক্রবার: দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল

১৩ ডিসেম্বর, শনিবার: ঢাকাসহ সারাদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লকডাউন কর্মসূচি

আওয়ামী লীগ জানিয়েছে, এসব কর্মসূচি সফল করতে তারা গণতন্ত্রে বিশ্বাসী দেশের শান্তিকামী ও দেশপ্রেমিক নাগরিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।