ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে টানা ৫ দিন আখাউড়া দিয়ে আমদানি-রফতানি বন্ধ।

অনলাইন ডেস্ক
এপ্রিল ১০, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ বুধবার (১০ এপ্রিল) থেকে টানা ৫ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। আগামী ১৫ এপ্রিল সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল-ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে আগামী ১৪ এপ্রিল রবিবার পর্যন্ত স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে। বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকেও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ রফতানিমুখী এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রফতানি হয় উত্তর-পূর্ব ভারতে। রফতানিকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে- হিমায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট, ভোজ্য তেল, তুলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।

/এমএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।