ঢাকাবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আমান উল্লাহ আমানের জামিন আবেদন আবারও নামঞ্জুর।

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (১৩ সেপ্টেম্বর) আমানের আইনজীবী জামিন আবেদন করলে আবেদন নামঞ্জুর করেন আদালত। একই সঙ্গে আগামী ২০ নভেম্বর আপিল বিভাগে এ মামলার শুনানির দিন ধার্য করা হয়।

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আমান উল্লাহ আমান। সেইসঙ্গে অসুস্থতার কথা জানিয়ে হাসপাতালে চিকিৎসার আবেদন করে পিটিশন দাখিল করেন তার আইনজীবীরা।

শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমান উল্লাহ আমান অসুস্থ হওয়ায় তার আইনজীবী অ্যাম্বুলেন্সে করে ডিভিশন দিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে এয়ারকুলার, ফ্যান, লাগেজসহ কারাগারে নেয়া হয় আমানকে।

তার আগে সকাল থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিএনপি কর্মীরা। বেলা ১১টার দিকে নিরাপত্তার কথা জানিয়ে পুলিশ তাদের সরে যেতে বললে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েন নেতাকর্মীরা। জবাবে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।

আদালত প্রাঙ্গণ ছড়িয়ে আশপাশের গলিতেও ছড়িয়ে পড়ে সংঘর্ষ। তিন দফায় চলা এই ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন পুলিশের এক সদস্য। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন নেতাকর্মীকে।
 
উল্লেখ্য, ২০০৭ সালের ৬ মার্চ ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার টাকা জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।