ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ই‌ডেনের ছাত্রী‌কে নি‌য়ে ঢাবি হ‌লে রাত কাটা‌লেন ছাত্রলীগ নেতা।

অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের অতিথি কক্ষে নারী নিয়ে রাত্রি যাপন করার অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক কামরুল হাসান শুভর বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে হলের অতিথি কক্ষে এ ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে হল কর্তৃপক্ষ।

অভিযুক্ত কামরুল হাসান শুভ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাদ্দাম হোসেনের অনুসারী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হল সূত্রে জানা যায়, শুভ বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে ইডেন কলেজে এক মেয়েকে অতিথি কক্ষে নিয়ে আসেন। অতিথি কক্ষের দরজা ও পর্দা ফেলে সব জানালা বন্ধ করে রাত্রিযাপন করে। সকাল সাতটার দিকে ওই মেয়েকে নিয়ে হল ত্যাগ করেন।

পরবর্তীতে এটি নিয়ে হলের কর্মচারীরা প্রাধ্যক্ষকে অভিযোগ জানায়। তবে এমন ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত কামরুল হাসান শুভ। তিনি বলেছেন, এটা স্পষ্ট মিথ্যা একটি অভিযোগ। ঘটনাটি হলো, গতকাল রাতে আমার এক ফ্রেন্ড রংপুর থেকে ঢাকায় তার আত্মীয়ের বাসায় আসেন। তার আসতে আসতে গভীর রাত হয়ে যাওয়ায় তাকে আমাদের গেস্ট রুমে এনেছি।

স্যার এ এফ রহমান হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, তিনি সকাল সাড়ে পাঁচটার দিকে একটা মেয়ে নিয়ে অতিথি কক্ষে আসেন এবং ঘণ্টাখানেক অবস্থান নেন।

অধ্যাপক কে এম সাইফুল ইসলাম বলেন, হলের অতিথি কক্ষে এত সকালে মেয়ে নিয়ে আসা নিষেধ।

তবুও তিনি কেন মেয়ে নিয়ে এসেছিলেন আর কেনই বা এতক্ষণ অপেক্ষা করে চলে গেলেন সেটা আমরা জানি না।

এজন্য আমরা হলের হাউজ টিউটরদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।