দক্ষিণ এশিয়ার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশসহ ৪ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সিঙ্গাপুর। শুক্রবার (৩০ এপ্রিল) পূর্ব সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নেওয়ার কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, আগামী ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা যায়। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান বা শ্রীলঙ্কায় সাম্প্রতিক সময়ে সফরের ইতিহাস আছে এমন সকল আগমনকারীকে নিজ দেশে প্রবেশ করতে দেবে না সিঙ্গাপুর।
দীর্ঘমেয়াদি ভিসা প্রাপ্ত ও স্বল্প মেয়াদে সফরকারী উভয় ধরনের ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে এখন পর্যন্ত এশিয়ায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারতের সফরকারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।