ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

“ওবায়দুল কাদের আগ বাড়িয়ে বিনোদনমূলক বক্তব্য দিচ্ছেন” -মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৩ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইউরেনিয়াম কী তা ওবায়দুল কাদের জানেন না। তিনি আগ বাড়িয়ে বিনোদনমূলক বক্তব্য দিচ্ছেন। ইউরেনিয়াম নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এসব কথা বলেন। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও রোহিঙ্গা সংকট; শহীদ আকবর ফাহাদের প্রেরণা শীর্ষক এই আলোনা সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ।

আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন, ‘রিজার্ভের পরিমাণ এত কমেছে কয়েক মাস পর আমদানি করার টাকা থাকবে না। কমিশন খাওয়ার জন্য রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চারগুণ বেশি খরচ করেছে।’

ইউরেনিয়াম নিয়ে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ইউরেনিয়াম কী জিনিস তিনি (ওবায়দুল কাদের) তা জানে না। দলে নিজের মনিবের তোষামোদি ও খুশি করতে যেয়ে তিনি আগ বাড়িয়ে বিনোদনমূলক বক্তব্য দিচ্ছেন।’

নির্বাচনে বিএনপির অংশ নেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালে দেশের মানুষ ভোট দিতে পারেনি। ২০১৪ সালে তো ১৫৪ সংসদ সদস্য ভোট ছাড়াই নির্বাচিত হন। ২০১৮ সালে বিএনপি কিছুটা বিশ্বাস করে সরকারের সঙ্গে সংলাপে গিয়েছি। কিন্ত, তারা কথা রাখেনি।’

রাজনৈতিক দলগুলোকে আন্দোলনের জন্য আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘সরকারকে সরাতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন। এটা ক্ষমতায় যাওয়ার লড়াই নয়। দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। সুষ্ঠু ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও আমাদের কোনো আপত্তি নেই।’

এ সময় বিএনপির মহাসচিব চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।