করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই অসীম বন্দ্যোপাধ্যায় (৬০) মারা গেছেন। এক মাস আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় অসীম বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
করোনাভাইরাসে আক্রান্তের নিয়ম মেনে আজই নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হওয়ার কথা রয়েছে তাঁর।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছোট ভাই অসীম বন্দ্যোপাধ্যায়।
এক মাস ধরে অসীম বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থার কখনও উন্নতি হয়েছে, আবার কখনও অবনতি হয়েছিল। অবশেষে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।