ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওসিসহ আহত ১৫, নিহত ১।

কিশোরগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম বিলাল মিয়া। তিনি ছয়সূ‌তি ইউনিয়ন কৃষক দলের সভাপতি।

আজ মঙ্গলবার সকাল ৯টার পর কুলিয়ারচর উপজেলা ছয়সূতি ইউনিয়নে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ।

তিনি বলেন, ‘একজন মারা যাওয়ার তথ্য রয়েছে আমার কাছে। আরেকজনের অবস্থা গুরুতর বলে আমি শুনেছি।’

তিনি আরো বলেন, পুলিশ ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে কুলিয়াচর থানার ওসিসহ ১৫ জন আহত হয়েছেন।

কয়েকজনের অবস্থা গুরুতর। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অবরোধের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন। তারা বলছেন, নিহতদের মধ্যে রয়েছেন ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।