ঢাকাবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

“ক্র্যাকডাউন” টঙ্গীতে বিএনপির অর্ধশত নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও দোয়ার আয়োজন করে গাজীপুর মহানগর তৃণমূল বিএনপি। বৃহস্পতিবার বিকেলে দত্তপাড়া এলাকায় বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের বাসভবনে এ আয়োজন করা হয়। এতে অংশ নেন গাজীপুর মহানগর বিএনপি ও তার অঙ্গসংগঠনের প্রায় ৩শ নেতাকর্মী। পরে সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার বিএনপি সাবেক সভাপতি শরাফত হোসেন, সাবেক কাউন্সিলর আলেক, আব্দুল মোমেন, ও জসিম দেওয়ানসহ অঙ্গ সংগঠনের ৫০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমিক দল নেতা সদস্য ও গাজীপুর মহানগরের সাবেক আহবায়ক সালাউদ্দিন সরকার। তবে আটক নেতাকর্মীদের নাম তাৎক্ষণিক প্রকাশ করেনি পুলিশ।

সালাউদ্দিন সরকার বলেন, বৃহস্পতিবার বিকেলে আমার বাস ভবনে নেতাকর্মীদের নিয়ে ২৮ অক্টোবরের মহাসমাবেশ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। সন্ধ্যায় একদল পুলিশ আমাদের শান্তিপূর্ণ এ আলোচনা ও দোয়া মাহফিল প্রবেশ করে নেতাকর্মীদের ধাওয়া দেন। নেতাকর্মীরা ভয়ে ছোটাছুটি শুরু করলে পুলিশ আমাকে পুলিশ ভ্যানে তুলি নেয়। এ সময় শান্তিপূর্ণ সভাস্থল থেকে আমাদের নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় আমাকে পুলিশ ভ্যান থেকে নামিয়ে দেয়। সালাউদ্দিন সরকার বলেন, ২৮ অক্টোবর মহাসমাবেশ বানচাল করার উদ্দেশ্যে পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার করতে শুরু করেছে। এই বর্তমান ফ্যাসিবাদী সরকার সমাবেশ মহাসমাবেশ বান চালের যতই চেষ্টা করুক না কেন বিএনপির মহাসমাবেশ সফল এবং সার্থক হবে এবং সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন নিশ্চিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।