ঢাকাশুক্রবার , ৩০ এপ্রিল ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ক‌রোনার ২য় ঢেউ‌য়ে তরল অক্সিজেন সরবরাহ কার্যক্রম আরও জোরদার করেছে আবুল খা‌য়ের।

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩০, ২০২১ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে জীবন রক্ষাকারী অক্সিজেন সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে আবুল খায়ের গ্রুপ। সরকারি হাসপাতালগুলোতে তরল অক্সিজেন সরবরাহ কার্যক্রম আরও জোরদার করেছে গ্রুপটি।

বুধবার এ কার্যক্রমের উদ্বোধনে চট্টগ্রামের একেএস প্লান্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জানানো হয় যে, সরকারি হাসপাতালে প্রদত্ত অক্সিজেনের মাধ্যমে অর্জিত সমুদয় অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।

২০২০ সালে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে আবুল খায়ের গ্রুপ তার উৎপাদিত অক্সিজেন সবার জন্য উন্মুক্ত করে দেয়। প্রতিদিন ২৬০ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন দেশের বৃহত্তম এ অক্সিজেন প্লান্ট থেকে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি ব্যক্তিগত ও হাসপাতালের সিলিন্ডার বিনামূল্যে রিফিল করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০টি হাসপাতালে বিনামূল্যে সিলিন্ডার প্রদান ও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করে দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।