ঢাকাবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার চিকিৎসায় মার্কিন দুই বিশেষজ্ঞ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৩ ৪:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দিতে এভারকেয়ার হাসপাতালের কেবিনে প্রবেশ করেছেন যুক্তরাষ্ট্রের দুই বিশেষজ্ঞ চিকিৎসক।

বুধবার রাত পৌনে ১১টার দিকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত জনস হপকিনস হাসপাতালের হেপাটোলোজি বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার শারীরিক চিকিৎসার পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে তার কেবিনে প্রবেশ করেন।

এর আগে সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও ডা. হামিদ আহমেদ আব্দুর রব।

এদিকে আরেক চিকিৎসক একই হাসপাতালের ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক ডা. ক্রিস্টোস জর্জিয়াডসের দিবাগত রাত ২টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় ‘টিপসের’ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। টিপস চিকিৎসার একটি পদ্ধতি। ফুসফুসে পানি ও পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধে এটি প্রয়োগ করা হয়। খালেদা জিয়ার এটি জরুরি দরকার। কিন্তু এই টিপস বাংলাদেশে হয় না বলে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান।

তিনি জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বিক বিষয় দেখবেন। সময় নিয়ে খালেদা জিয়াকে চিকিৎসা দেবেন। প্রাথমিকভাবে দেখার পর বৈঠক করবেন বোর্ডের সঙ্গে। টিপস দেওয়া সম্ভব কিনা জানতে চাইলে বোর্ডের ওই সদস্য বলেন, তারা খুবই অভিজ্ঞ ও জনপ্রিয় চিকিৎসক। এখন দেশের কোনো হাসপাতালে ওই রকম উন্নত যন্ত্রপাতি আছে কিনা এসব দেখবেন। তারপর উন্নত চিকিৎসা দেবেন।

মেডিকেল বোর্ডের ওই সদস্য জানান, বিএনপি চেয়ারপারসনের অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাওয়ায় বাইরে থেকে চিকিৎসক আনতে হয়েছে। সোমবার রাতেও এক দফা সিসিইউতে নিতে হয়েছে। সেখানে পেট থেকে পানি অপসারণ করা হয়। ৮ ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আবার কেবিনে নেওয়া হয়। এর আগে চার দফায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছিল। হাসপাতালে টানা চিকিৎসা নিতে গিয়ে তাঁর শারীরিক দুর্বলতা প্রকট আকার ধারণ করেছে। গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।