খালেদা জিয়া এখন কোনো দলীয় নির্দেশনা দেন না। তিনি অসুস্থ।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যের মাধ্যমে দলের কার্যাক্রম চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট পুরোনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের চেয়েও ভয়াবহ।
সারা দেশে দমবন্ধ পরিবেশ চলছে, এটা থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরে বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র নেই, সে কথা ইইউ পার্লামেন্ট তুলে ধরেছে।
এ সময় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের সাজা প্রত্যাহারেরও দাবি জানান মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী ১৮ সেপ্টেম্বর এক দফা দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ।